গুগল থেকে আরও বেশি কিছু পাওয়ার রাস্তা খুলে গেল, কারণ শুরু হয়েছে গুগল ওয়ান পরিষেবা। এই পরিষেবার মাধ্যমে সুলভমূল্যে আরও বেশি ওয়েব স্পেস / ক্লাউড স্টোরেজ ব্যবহার করার পাশাপাশি পাবেন নানাবিধ সুযোগ সুবিধা।

সাধারণত আমরা একটি গুগল অ্যাকাউন্টে ১৫জিবি ওয়েব স্পেস বিনামূল্যে পেয়ে থাকি এবং তা নিয়েই আমরা বিভিন্ন গুগল পরিষেবা ব্যবহার করে থাকি যেমন জিমেইল ব্যবহার করা, গুগল ড্রাইভেআমাদের গুরুত্বপূর্ণ ডেটা সেভ করে রাখা, গুগল ফটোস এ আমরা আমাদের ফটো ভিডিও ইত্যাদি স্টোর করে রাখা। আরো বেশি ওয়েব স্পেস বা ক্লাউড স্টোরেজ স্পেস পাওয়ার জন্য গুগল ওয়ানের সাবস্ক্রিপশন নিতে পারেন। গুগল ওয়ানে থাকছে বিভিন্ন রকমের সাবস্ক্রিপশন প্ল্যান। আপনার প্রয়োজন অনুযায়ী প্ল্যান বেছে নিতে পারেন।
গুগল ওয়ান পরিষেবার খরচ কেমন ?
- 100 GB – ₹১৩০/মাসে (₹১৩০০/বছরে – ₹২৬০ সাশ্রয়)
- 100 GB – ₹২১০/মাসে (₹২১০০/বছরে – ₹৪২০ সাশ্রয়)
- 2 TB – ₹৬৫০/মাসে (₹৬৫০০/বছরে – ₹১৩০০ সাশ্রয়)
- 10 TB – ₹৬,৫০০/মাসে
- 20 TB – ₹১৩,০০০/মাসে
- 30 TB – ₹১৯,৫০০/মাসে
গুগল ওয়ান পরিষেবার বিশেষ সুবিধাগুলি কি কি ?
- একটি গুগল ওয়ান প্ল্যান কেনার পর সেটি আপনার পরিবারের ৫জন সদস্যের সঙ্গে ভাগ করে নিতে পারবেন।
- গুগল ওয়ান মেম্বার হিসাবে গুগল কনসিউমার প্রোডাক্ট ও পরিষেবা সম্পর্কিত সাহায্যগুলি খুব সহজেই পাবেন গুগল এক্সপার্ট দেড় কাছ থেকে।
- অন্যান্য গুগল প্রোডাক্ট থেকে পান অতিরিক্ত সুবিধা যেমন গুগল প্লে ক্রেডিট, বিশেষ ছাড়ে হোটেল বুকিং, ইত্যাদি অনেক কিছুই।
তাহলে আর দেরি না করে গুগল ওয়ান পরিষেবা ব্যবহার করতে থাকুন। গুগল ওয়ান পরিষেবা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে এই লিংক দেখুন – one.google.com