Friday, April 19, 2024
HomeCentral Governmentকোভিড-১৯ পরিস্থিতিতে কেন্দ্র সরকারের গরিব কল্যাণ যোজনার রিলিফ প্যাকেজ

কোভিড-১৯ পরিস্থিতিতে কেন্দ্র সরকারের গরিব কল্যাণ যোজনার রিলিফ প্যাকেজ

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে গরিব মানুষের সহায়তার জন্য প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আওতায় ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার রিলিফ প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্র সরকার। এই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজে বিভিন্ন সুবিধা রয়েছে যেমন স্বাস্থ্য কর্মীর জন্য বীমা, দরিদ্র মানুষের জন্য গম বা চাল এবং ডালশস্য, মহিলা জন ধন অ্যাকাউন্টে আর্থিক অনুদান, উজ্জ্বলা যোজনার গ্রাহকদের বিনামূল্যে রান্নার গ্যাস, MGNREGA শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধি, দরিদ্র প্রবীণ নাগরিক বিধবা এবং অন্যভাবে সক্ষম ব্যক্তিদের একাকালীন অনুদান, পিএম-কিষাণ যোজনার আওতায় কৃষকদের অনুদান ইত্যাদি। বিগত ২৬শে মার্চ ২০২০ এই সুবিধাগুলির ঘোষণা করা হয় আসুন আরো বিস্তারিত জেনে যাক।

কোভিড-১৯ মোকাবিলার সঙ্গে যুক্ত স্বাস্থ্য কর্মীদের জন্য বিমা কর্মসূচি

এক বিশেষ বিমা কর্মসূচির মাধ্যমে সাফাই কর্মচারী, ওয়ার্ডবয়, নার্স, আশা কর্মী, আধা-চিকিৎসক, টেকনিশিয়ান, চিকিৎসক এবং বিশেষজ্ঞ সহ অন্যান্য স্বাস্থ্য কর্মীদের অন্তর্ভুক্ত করা হবে। কোনও স্বাস্থ্য কর্মী যদি কোভিড-১৯ আক্রান্ত রোগীর চিকিৎসা পরিষেবার সময় দুর্ঘটানার সম্মুখীন হন বা জীবনহানি হয়, সেক্ষেত্রে তাঁকে বিমা কর্মসূচির আওতায় ৫০ লক্ষ টাকা ক্ষতি পূরণ দেওয়া হবে। সমস্ত সরকারি স্বাস্থ্য কেন্দ্র, রোগী কল্যাণ কেন্দ্র এবং কেন্দ্র ও রাজ্য সরকারি হাসপাতালগুলিকে এই কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে। করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে প্রায় ২২ লক্ষ স্বাস্থ্য কর্মীকে এই কর্মসূচির আওতায় নিয়ে আসা হচ্ছে।

এই স্বাস্থ্য বীমা সম্পর্কে আরও জানতে এই পোস্ট এর শেষের দিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক দ্বারা প্রকাশিত একটি ভিডিওটি দেওয়া রয়েছে সেটি দেখতে পারেন।

পিএম-গরিব কল্যাণ অন্ন যোজনা

কেন্দ্রীয় সরকার আগামী তিন মাস কোনও রকম বাধাবিপত্তির দরুণ খাদ্যশস্যের যোগান ঠিক না থাকার জন্য কোনও ব্যক্তির, বিশেষ করে কোনও দরিদ্র পরিবার যাতে খাদ্যাভাবে না পড়েন, সে ব্যাপারে অগ্রাধিকার দেবে। ভারতের জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ বা ৮০ কোটি মানুষকে এই কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে। আগামী তিন মাস প্রত্যেক ব্যক্তিকে বর্তমানের তুলনায় দ্বিগুণ সুযোগ-সুবিধা দেওয়া হবে। বাড়তি এই সুযোগ-সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে।

ডালশস্য – ৮০ কোটি মানুষের জন্য পর্যাপ্ত পরিমাণে প্রোটিন জাতীয় খাবারের সংস্থান সুনিশ্চিত করতে আগামী তিন মাস আঞ্চালিক অগ্রাধিকারের ভিত্তিতে পরিবার পিছু ১ কিলোগ্রাম করে ডালশস্য দেওয়া হবে। কেন্দ্রীয় সরকার এই ডালশস্য নিখরচায় দেবে।

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আওতায় কৃষকদের সুবিধা

প্রধানমন্ত্রী কিষাণ যোজনার আওতায় এপ্রিলের প্রথম সপ্তাহে কৃষকদের প্রথম কিস্তির ২ হাজার টাকা দেওয়া হবে। এই সুবিধা ৮.7 কোটি পিএমকিষান যোজনার অন্তর্ভুক্ত কৃষককে উপকৃত করবে।

পিএম গরিব কল্যাণ যোজনার আওতায় নগদ হস্তান্তর

প্রধানমন্ত্রী জন ধন যোজনার (PMJDY) আওতায় ২০ কোটি ৪০ লক্ষ মহিলা অ্যাকাউন্টধারীকে আগামী তিন মাস (এপ্রিল, মে, জুন ২০২০) প্রতি মাসে ৫০০ টাকা করে এককালীন অনুদান দেওয়া হবে। জন ধন যোজনার মহিলা অ্যাকাউন্টধারীদের অ্যাকাউন্টের শেষ সংখ্যা অনুযায়ী, এককালীন অনুদানের অর্থ জমা পড়বে। উদাহরণ-স্বরূপ বলা যায়,

  • যাঁদের অ্যাকাউন্টের শেষ সংখ্যা ০ বা ১ তাঁদের তেসরা এপ্রিল/মে/জুন টাকা জমা পড়বে।
  • যাঁদের অ্যাকাউন্টের শেষ সংখ্যা ২ বা ৩ তাঁদের ৪ঠা এপ্রিল/মে/জুন টাকা জমা পড়বে।
  • যাঁদের অ্যাকাউন্টের শেষ সংখ্যা ৪ বা ৫ তাঁদের ৭ই এপ্রিল/মে/জুন টাকা জমা পড়বে।
  • যাঁদের অ্যাকাউন্টের শেষ সংখ্যা ৬ বা ৭ তাঁদের ৮ই এপ্রিল/মে/জুন টাকা জমা পড়বে।
  • যাঁদের অ্যাকাউন্টের শেষ সংখ্যা ৮ বা ৯ তাঁদের ৯ই এপ্রিল/মে/জুন টাকা জমা পড়বে।

পিএম উজ্জ্বলা যোজনার (PMUY) আওতায় থাকা ৮ কোটি দরিদ্র এলপিজি গ্রাহকদের আগামী তিন মাস (এপ্রিল, মে, জুন ২০২০) নিখরচায় রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়া হবে। প্রকল্পটি নির্বিঘ্নে বাস্তবায়নের জন্য, তেল বিপণন সংস্থাগুলি PMUY গ্রাহকের লিঙ্ক থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্যাকেজের ধরণের উপর নির্ভর করে ১৪.২ কেজি রিফিল অথবা ৫ কেজি রিফিলের খুচরো বিক্রির মূল্য অগ্রিম স্থানান্তর করবে এবং গ্রাহক এই অগ্রিম অর্থটি এলপিজি রিফিল নিতে ব্যবহার করতে পারেন।

  • এই স্কীমে একটি ১৪.২ কেজি সিলিন্ডার বুকিং করার ১৫ দিন পর পরবর্তী ১৪.২ কেজি সিলিন্ডার বুকিং করা যাবে
  • এই স্কীমে একটি ৫ কেজি সিলিন্ডার বুকিং করার ১০ দিন পর পরবর্তী ৫ কেজি সিলিন্ডার বুকিং করা যাবে

সংগঠিত ক্ষেত্রে কম আয়ের মানুষদের সহায়তা

১০০ জনের কম শ্রমিক রয়েছেন, এমন ব্যবসায় মাসিক ১৫ হাজার টাকার কম উপার্জনকারীদের সহায়তা দেওয়া। কর্মহীন হয়ে পড়তে পারেন, এই ঝুঁকির নিরিখেই উক্ত সহায়তার কথা বলা হয়েছে। এই প্যাকেজের আওতায় সরকার আগামী তিন মাস কর্মহীন হয়ে পড়তে পারেন এমন শ্রমিকদের ভবিষ্যনিধি (PF) অ্যাকাউন্টে ২৪ শতাংশ অনুদান দেওয়ার প্রস্তাব করেছে। এই অনুদানের ফলে কর্মীহীন হয়ে পড়ার প্রবণতা খানিকটা কম হবে।

প্রবীণ নাগরিক (ষাটোর্ধো), বিধবা ও দিব্যাঙ্গদের অনুদান

কোভিড-১৯ সংক্রমণের প্রেক্ষিতে অর্থনীতির ওপর যে বিরূপ প্রভাব পড়তে চলেছে, সেকথা বিবেচনায় রেখে দিব্যাঙ্গ শ্রেণীর প্রায় ৩ কোটি বয়স্কা বিধবা ও মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন। সরকার এদের সকলকে আগামী তিন মাস কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে ১ হাজার টাকা করে অনুদান দেবে।

MGNREGA শ্রমিকদের মজুরি বৃদ্ধি

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আওতায় এমজিএনআরইজিএ শ্রমিকদের দৈনিক মজুরির পরিমাণ পয়লা এপ্রিল থেকে ২০ টাকা করে বাড়ছে (দৈনিক মজুরি ১৮২ থেকে বেড়ে ২০২ টাকা হবে)। এই মজুরি বৃদ্ধির ফলে এমজিএনআরইজিএ – এর কর্মীদের বার্ষিক ২ হাজার টাকা অতিরিক্ত উপার্জন হবে। এর ফলে, প্রায় ১৩ কোটি ৬২ লক্ষ পরিবার উপকৃত হবে।

স্বনির্ভর গোষ্ঠীর জন্য সুবিধা

৬৩ লক্ষ স্বনির্ভর গোষ্ঠির মাধ্যমে ৬ কোটি ৮৫ লক্ষ পরিবারকে সহায়তা। কোনও রকম বন্ধক ছাড়াই ঋণ সহায়তার পরিমাণ ১০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ২০ লক্ষ টাকা করা হবে।

সংগঠিত ক্ষেত্রে কর্মীদের সুবিধা

কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংক্রান্ত নীতি-নির্দেশিকাগুলি সংশোধন করা হবে, যাতে তহবিলে জমাকৃত মোট অর্থের ৭৫ শতাংশের নন-রিফান্ডেবল অ্যাডভান্সকে রিফান্ডেবল হিসাবে গণ্য করে মহামারীজনিত পরিস্থিতিকে সংশ্লিষ্ট নীতি-নির্দেশিকায় সামিল করা যায়। এর ফলে, কর্মচারী ভবিষ্যনিধি তহবিলের আওতায় নথিভুক্ত ৪ কোটি শ্রমিক পরিবার উপকৃত হবে।

ভবন ও অন্যান্য নির্মাণ কর্মী কল্যাণ তহবিল

একটি কেন্দ্রীয় সরকারি আইনের আওতায় ভবন ও অন্যান্য নির্মাণ কর্মীদের জন্য কল্যাণ তহবিল গঠন করা হয়েছে। এই তহবিলে প্রায় ৩ কোটি ৫০ লক্ষ নথিভুক্ত শ্রমিক রয়েছেন। আর্থিক সমস্যা থেকে এই শ্রেণীর শ্রমিকদের সুরক্ষা দিতে রাজ্য সরকারগুলিকে সংশ্লিষ্ট তহবিল ব্যবহারের অনুমতি দেওয়া হবে।

জেলা খনিজ তহবিলের অর্থ ব্যবহার

জেলা খনিজ তহবিলের আওতায় কোভিড-১৯ মহামারী নিয়ন্ত্রণ ও মোকাবিলায় প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও অন্যান্য জরুরি বিষয়ে যোগান ও সরবরাহ বাড়াতে রাজ্য সরকারগুলিকে সংশ্লিষ্ট তহবিল ব্যবহারে অনুমতি দেওয়া হবে। এছাড়াও, করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার কাজেও এই তহবিল সদ্ব্যবহার করা যেতে পারে।


আরও সরকারি প্রকল্প সম্পর্কে জানতে চান ? নিচের লিংকে ক্লিক করুন


সরকারি প্রকল্পের সুবিধা সম্পর্কিত তথ্য বহু সংখক মানুষের কাছে পৌঁছানোর উদেশ্যে এই পোস্ট করা হয়েছে। নির্ভরযোগ্য বিভিন্ন সূত্র থেকে উপরোক্ত তথ্য সংগ্রহ করে এখানে প্রকাশ করা হয়েছে। এই পোস্টে দেওয়া তথ্যের বিষয়ে আপনার কোনো প্রতিক্রিয়া থাকলে কমেন্ট করে জানান।

মূল সূত্র : PIB / (Release ID: 1608345)

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments