Monday, March 4, 2024
HomeAadhaarপ্যান আধার লিংক এর স্টেটাস চেক করুন – incometaxindiaefiling.gov.in

প্যান আধার লিংক এর স্টেটাস চেক করুন – incometaxindiaefiling.gov.in

ইনকাম ট্যাক্স সম্পর্কিত কাজকর্মগুলি সহজে করার জন্য আমরা অনেকে ইতিমধ্যেই প্যান এর সঙ্গে আধার লিংক করিয়েছি। এই আধার আর প্যান এর সংযোগ সঠিক ভাবে হয়েছে কি না জানার জন্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট একটি স্টেটাস চেকিং অপসন চালু করেছে যার দ্বারা আপনি আগে প্যান ও এর পরিস্থিতি জানতে পারবেন।

কিভাবে আধার প্যান লিঙ্কিং স্টেটাস চেক করবেন ?

এই আধার আর প্যান লিঙ্কিং স্টেটাস চেক করার সময় আপনার প্যান নম্বর ও আধার নম্বর প্রয়োজন হবে। আপনাকে প্রথমে ইনকাম ট্যাক্স অফ ইন্ডিয়া ই -ফিলিং এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ইনকাম ট্যাক্স অফ অফ ইন্ডিয়া ই -ফিলিং এর অফিসিয়াল পোর্টাল নিচে দেওয়া হলো।

লিংক – https://www.incometaxindiaefiling.gov.in

উক্ত ওয়েবসাইট খোলার পর বাঁ দিকে “Quick Links” মেনু থেকে আপনি “Link Aadhaar” অপশনটি বেছে নিন। এবার আপনার সামনে যে পেজ খুলবে সেখানে এইরকম বার্তাটি খুঁজে বের করুন “Click here to view the status if you have already submitted Link Aadhaar request.” এবার এই বার্তার মধ্যে থেকে মিটমিট করতে থাকা “Click Here” লিংকে ক্লিক করুন। আরো একটি নতুন পেজ খুলে যাবে সেখানে আপনাকে নির্দিষ্ট ইনপুট ফিল্ডে আপনার প্যান নাম্বার আর আধার নম্বর দিয়ে “View Link Aadhaar Status” অপশনে ক্লিক করতে হবে।

এবার আপনি আধার আর প্যান এর লিঙ্কিং স্টেটাস দেখতে পাবেন। যদি আপনার আধার আর প্যান এর লিংক সফল হয় তাহলে নিন্মলিখিত বার্তার মতো একটি বার্তা স্ক্রিনে দেখতে পাবেন।

Your PAN is linked to Aadhaar Number XXXX XXXX 1234.

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments