Monday, March 4, 2024
HomeOnline Serviceঅনলাইনে ভোটার সার্ভিস পোর্টালের আবেদনগুলির স্ট্যাটাস জানা

অনলাইনে ভোটার সার্ভিস পোর্টালের আবেদনগুলির স্ট্যাটাস জানা

ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল (nvsp.in) হলো ভোটারদের বিভিন্ন পরিষেবা অনলাইনে পাওয়ার একটি প্লাটফর্ম। এই ওয়েবসাইটের মাধ্যমে কোনো কিছু অনলাইনে আবেদন করলে আপনি একটি রেফারেন্স আইডি পাবেন। এই রেফারেন্স আইডি কিছু ইংরেজি অক্ষর ও নাম্বার থাকে যেমন এইরকম OHS752852099

ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল (nvsp.in) পোর্টালে আপনার কাজ কতদূর এগিয়েছে সেটি এই রেফারেন্স আইডি দিয়ে চেক করে জানা যাবে।

কিভাবে রেফারেন্স আইডি দিয়ে স্টেটাস চেক করবেন ?

ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল (nvsp.in) এই ওয়েবসাইটে গিয়ে, মেনু তে থাকা সার্ভিসেস অপশনে চলে যাবেন এবং সেখান থেকে Track Status অপসন বেছে নেবেন। যে পেজ খুলবে সেখানে রেফারেন্স আইডি লেখার জন্য ইনপুট ফিল্ড পাবেন। নির্দিষ্ট জায়গাতে রেফারেন্স আইডি লিখে Track Status অপশনে ক্লিক করলেই আপনি স্টেটাস জানতে পারবেন।

স্টেটাস ট্র্যাকিং এর যে রেজাল্ট পেজ আসবে তাতে আপনি আপনার আবেদনের অবস্থান দেখতে পাবেন, কার্যক্রমের কোন ধাপে রয়েছে সেটি জানতে পারবেন। ধাপগুলি নিচে বলে দেওয়া হলো –

  • Submitted : পোর্টালে অনলাইনে আবেদন জমা পড়লে এই অবস্থানে দেখাবে।
  • BLO Appointed : আপনার আবেদনের ভিত্তিতে বুথ লেভেল অফিসার (BLO) নিয়োগ করা হলে এই অবস্থানে আসবে।
  • Field Verified : সংশ্লিষ্ট প্রতিনিধি আপনার সঙ্গে দেখা করে বিষয়টি যাচাই করার পর এই অবস্থানে আসবে।
  • Accepted / Rejected : এই প্রক্রিয়ার চূড়ান্ত ধাপ এটি, আপনার আবেদনটি গৃহীত হয়েছে না বাতিল হয়েছে সেটি এই অপসন থেকে জানতে পারা যাবে।

সাবমিট করার পর এরকম দেখাবে

NVSP Application Status Submitted

আবেদন গৃহীত হলে এরকম দেখাবে

NVSP Application Status Accepted

আবেদন বাতিল হলে এরকম দেখাবে

NVSP Application Status Rejected
RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments