Monday, March 4, 2024
HomeAadhaarআধার কেন্দ্র (এনরোলমেন্ট/আপডেট সেন্টার) কিভাবে খুঁজবেন ?

আধার কেন্দ্র (এনরোলমেন্ট/আপডেট সেন্টার) কিভাবে খুঁজবেন ?

আধার এখন ভারতবাসীর অতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। নতুন আধার করতে চান অথবা আধার কার্ড আছে এবং সেটি আপনি সংশোধন করতে চান, অথবা আধারে ইমেল আইডি/মোবাইল নম্বর সংযোজন করতে বা বদলাতে চান, আপনাকে আধার কেন্দ্রে যেতেই হবে। আধারের পরিষেবা পেতে গেলে আপনাকে আধার কেন্দ্রে স্বশরীরে হাজির হতে হবে, কারণ আধারে একচুল পরিবর্তন করতে গেলে প্রয়োজনীয় নথি সহ বায়োমেট্রিক অথেন্টিকেশন এর প্রয়োজন হয় এবং সেটি আপনার ফিঙ্গারপ্রিন্ট / আইরিশ স্ক্যান এর মাধ্যমে সম্পন্ন হয়।

কোথায় আধারের নথিভুক্তিকরণ / সংশোধনের কাজ হয় ?

সারা ভারতজুড়ে বিভিন্ন ব্যাঙ্ক, পোস্ট অফিস অথবা সরকারি অফিসগুলিতে যেখানে আধার কেন্দ্র আছে সেখানে আধারের কাজ হয়। নতুন আধারের নথিভুক্তিকরণ অথবা আধারের ভুল সংশোধন, ঠিকানা পরিবর্তন, মোবাইল নম্বর/ ইমেল আইডি আপডেট করা সহ আধার সম্পর্কিত বিভিন্ন পরিষেবাগুলি পাবেন ব্যাঙ্ক, পোস্ট অফিস অথবা সরকারি অফিসে থাকা আধার কেন্দ্র থেকে।

নিকটবর্তী আধার কেন্দ্র (এনরোলমেন্ট/আপডেট সেন্টার) কিভাবে খুঁজবেন ?

আধার কেন্দ্র খোঁজার জন্য ইউআইডিএআই – উইনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া মূলত দুটি লিংক চালু রেখেছে, লিংক দুটি নিচে দেওয়া হলো –

① >>  এনরোলমেন্ট সেন্টার সার্চ

② >> ব্যাঙ্ক/পোস্ট অফিস এনরোলমেন্ট সেন্টার সার্চ

উপরোক্ত লিংক গুলিতে তিন রকমভাবে আধার কেন্দ্র খোঁজার উপায় রয়েছে, এলাকা ভিত্তিক সার্চ (রাজ্য, জেলা, উপ জেলা, গ্রাম/শহর এর বিবরণ দিয়ে) এছাড়াও পিন কোড সার্চ (৬ সংখ্যার পোস্টাল ইনডেক্স নাম্বার দিয়ে), এগুলির সঙ্গে আরও একটি খোঁজার মাধ্যম রয়েছে সেটি হল সার্চবক্স (এলাকার নাম, পিন নম্বর ইত্যাদি যা খুশি লিখে খোঁজা যাবে)। উপরোক্ত তিনটি অপশনের মধ্যে যেকোনো একটি বেছে নিয়ে প্রয়োজনীয় বিবরণ লিখে ভেরিফিকেশন (ক্যাপচা কোড) দিয়ে সার্চ বাটনে ক্লিক করলেই উপলদ্ধ আধার কেন্দ্র দেখতে পাবেন।

স্ক্রিনে দেখানো সার্চ ডিটেল্সে নিচে উল্লেখ করা বিবরণ গুলি পাবেন –

  • রেজিস্ট্রার এর নাম
  • এজেন্সির নাম
  • আধার কেন্দ্রের নাম ও ঠিকানা
  • যোগাযোগ করার জন্য ব্যক্তির নাম
  • আধারের কাজের লাস্ট আপডেট কবে করা হয়েছে
  • কেন্দ্রটির ধরণ (স্থায়ী/অস্থায়ী)
  • শেষ ৩০ দিনে আধার এনরোলমেন্ট করার সংখ্যা
  • শেষ ৩০ দিনে আধার আপডেট করার সংখ্যা

উপরোক্ত তথ্যগুলি দেখে আপনার পছন্দ মতো আধার কেন্দ্রে অফিস চলাকালীন সময়ে উপস্থিত হয়ে আপনার কাজ মিটিয়ে নিন। আধার কেন্দ্রে অ্যাপয়েন্টমেন্ট এর ব্যবস্থা থাকতে পারে। আধার কেন্দ্রে যাওয়ার সময় প্রয়োজনীয় ডকুমেন্ট সাথে রাখুন।

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments