Monday, March 4, 2024
HomeEmergencyWhatsApp মাধ্যমে পান COVID-19 সংক্রান্ত বিশ্বাসযোগ্য তথ্য, স্বাস্থ্য সতর্কতা সরাসরি WHO থেকে

WhatsApp মাধ্যমে পান COVID-19 সংক্রান্ত বিশ্বাসযোগ্য তথ্য, স্বাস্থ্য সতর্কতা সরাসরি WHO থেকে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কোটি কোটি মানুষকে করোনা ভাইরাস এর হাত থেকে বাঁচার পরামর্শ দিতে, করোনা ভাইরাস ব্যাধি সংক্রান্ত বহু সংখক মানুষের কৌতুহল মেটাতে WhatsApp ও Facebook এর সাহায্য নিয়ে চালু করেছে মেসেজিং পরিষেবা।

পৃথিবী জুড়ে গভর্নমেন্ট লিডার, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে জনসাধারণ এই মেসেজিং পরিষেবা খুব সহজেই ব্যবহার করতে পারবেন, শুধু WhatsApp থাকতে হবে। এই সহজ মেসেজিং পরিষেবার মাধ্যমে প্রায় ২ বিলিয়ন মানুষ সরাসরি WHO থেকে তথ্য পাবেন।

কি কি তথ্যপাবেন WHO এর এই মেসেজিং পরিষেবা থেকে ?

  • বর্তমান করোনা পরিস্থিতি সংখ্যাতে
  • নিজেকে কিভাবে সুরক্ষিত রাখবেন তার টিপস
  • যে প্রশ্নগুলি বার বার করা হয় তার উত্তর
  • জনশ্রুতি / গুজবের সাপেক্ষে জবাব
  • ভ্রমণ সংক্রান্ত নির্দেশাবলী
  • সংবাদ ও প্রেস সম্পর্কিত তথ্য
  • এই মেসেজিং পরিষেবা অন্যদের কাছে শেয়ার করার অপসন
  • করোনা ভাইরাস এর সঙ্গে মোকাবিলা করতে WHOদ্বারা চালিত প্রচেষ্টাগুলিতে ডোনেশন দেওয়ার অপসন

WHO এর এই মেসেজিং পরিষেবা কিভাবে ব্যবহার করবেন ?

নিচে দেওয়া লিংকে ক্লিক করে খুললেই, আপনার WhatsApp খুলে যাবে। শুরু করতে আপনাকে hi লিখে পাঠাতে হবে। সঙ্গেসঙ্গেই আপনি ওয়েলকাম মেসেজ পেয়ে যাবেন এবং কোন অপশনে কোন তথ্য রয়েছে সেটি জানতে পারবেন। এবারে আপনার পছন্দ অনুযায়ী নম্বর অথবা ইমোজি লাইক রিপ্লাই দিলেই সুনির্দিষ্ট তথ্য আপনি জানতে পারবেন।

এই মেসেজিং প্রক্রিয়া খুবই সহজ আপনি একবার করলেই বুঝতে পারবেন। আর হ্যাঁ চিন্তা করতে হবে না যে নম্বর থেকে এই মেসেজিং পরিষেবা পাওয়া যাচ্ছে সেটি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর অফিসিয়াল হোয়াটস অ্যাপ বিসনেস অ্যাকাউন্ট যা WhatsApp কতৃপক্ষ যাচাই করেছে।

#IndiaFightsCorona

এখানে ক্লিক করুন – ভারতে / বিশ্বব্যাপী নোবেল করোনা ভাইরাস (COVID-19) এর পরিস্থিতি অনলাইনে জানতে

পোস্ট টা ফেসবুকে শেয়ার করার অনুরোধ রাখলাম।

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments