Friday, March 29, 2024
HomeEmergencyকলকাতা এলাকাতে করোনা পাস কিভাবে পাবেন ? coronapass.kolkatapolice.org

কলকাতা এলাকাতে করোনা পাস কিভাবে পাবেন ? coronapass.kolkatapolice.org

এই করোনা পরিস্থিতিতে লকডাউন চলাকালীন শুধুমাত্র অপরিহার্য পরিষেবা প্রদানকারী সংস্থার যানবাহন ও অপরিহার্য পরিষেবার সাথে যুক্ত মানুষদের কলকাতা পুলিশ প্রশাসিত এলাকাতে চলাচলের ছাড় দিতে কলকাতা পুলিশ চালু করেছে অনলাইন পরিষেবা, করোনা ই-পাস। অনলাইনে আবেদন করে নেওয়া যাবে।

কোন কোন পরিষেবা প্রদানকারীরা এই করোনা ই-পাস নেওয়ার জন্য উপযুক্ত

  • আপৎকালীন পরিষেবা
  • অপরিহার্য খাদ্য সরবরাহ
  • অপরিহার্য মুদিখানার দ্রব্য সরবরাহ
  • অপরিহার্য ওষুধ সরবরাহ
  • ই-কমার্স ডেলিভারি

কিভাবে পাবেন করোনা পাস ?

কলকাতা পুলিশের করোনা পাস এর ওয়েবসাইটে যেতে হবে যেটি হলো – https://coronapass.kolkatapolice.org

অনলাইনে আবেদন পূরণ করতে হবে, ব্যক্তিগত নামে / কোনো প্রতিষ্ঠানের নামে রেজিস্ট্রেশন করা যাবে। প্রয়োজনীয় বিবরণ পূরণ করতে হবে। যানবাহনের বিবরণ পূরণ করতে হবে। কোন এলাকাতে কাজের জন্য পাস দরকার সেটিও উল্লেখ করতে হবে। ছবি সহ পরিচয় পত্র ও প্রয়োজনের সাপেক্ষে প্রমান আপলোড করতে হবে।

ফর্ম পূরণ হলে ইমেলে QR কোড দেওয়া করোনা পাস পেয়ে যাবেন এবং এই ই-পাসটি আপনি নিজের গাড়ির স্ক্রিনে আটকেও ব্যবহার করতে পারবেন।

করোনা পাস (e-Pass) হেল্পলাইন : (প্রয়োজনে ফোন করুন)

9432.610.446 / 9874.903.465

তথ্য সূত্র : কলকাতা পুলিশের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ও নির্দিষ্ট ওয়েবসাইট

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments