Monday, March 4, 2024
HomemParivahanরেজিস্ট্রেশন নম্বরের সাহায্যে কিভাবে যান বাহনের বিবরণ দেখবেন ?

রেজিস্ট্রেশন নম্বরের সাহায্যে কিভাবে যান বাহনের বিবরণ দেখবেন ?

ভারতীয় পরিবহন দপ্তরের বেশ কিছু অনলাইন পরিষেবা আছে যার মধ্যে অন্যতম হলো অনলাইনে যানবাহনের ডিটেলস দেখা। শুধুমাত্র যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর দিয়েই কিছু বিবরণ অনলাইনে দেখতে পাওয়া যায়। এই পরিষেবা পরিবহণ দপ্তরের অফিসিয়াল পোর্টাল / মোবাইল অ্যাপ / SMS এর মাধ্যমে থেকে পাওয়া যাচ্ছে।

রেজিস্ট্রেশন নং দিয়ে কি কি বিবরণ পাওয়া যেতে পারে ?

  • রেজিস্টারিং অথরিটির নাম
  • রেজিস্ট্রেশন নম্বর
  • রেজিস্ট্রেশন এর তারিখ
  • চেসিস নং (শেষ পাঁচ সংখ্যা X দেওয়া থাকবে)
  • ইঞ্জিন নং (শেষ পাঁচ সংখ্যা X দেওয়া থাকবে)
  • মালিকের নাম
  • যান বাহনের শ্রেণী/ধরণ
  • কোন ধরনের জ্বালানিতে চলে
  • প্রস্তুতকারক সংস্থা / মডেল নং
  • ফিটনেস এর বৈধতা
  • ইন্সুরেন্সের বৈধতা
  • জ্বালানি সংক্রান্ত নিয়ম
  • ট্যাক্সের বিবরণ

কিভাবে রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে গাড়ির বিবরণ চেক করবেন ?

রেজিস্ট্রেশন নং দিয়ে যান বাহনের বিবরণ মূলত বেশ কিছু উপায়ে চেক করা যেতে পারে। ১) SMS এর মাধ্যমে ২) পরিবহন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে আর ৩) পরিবহন দপ্তরের অফিসিয়াল মোবাইল আপের মাধ্যমে।

SMS এর মাধ্যমে চেকিং করার পদ্ধতি : আপনার ফোন থেকে মেসেজে অপশনে গিয়ে ক্যাপিটাল লেটারে VAHAN লিখুন এবং তারপর স্পেস দিয়ে গাড়ির রেজিস্ট্রেশন নং লিখে পাঠিয়ে দিন এই নাম্বারে 7738299899, সঙ্গে সঙ্গে পাল্টা ম্যাসেজ আসবে এবং ওই মেসেজ  গাড়ির তথ্য জানতে পারবেন।

উদারহণ টাইপ করুন VAHAN WB16AB1234 এবং পাঠান এই 7738299899 নাম্বারে।

ওয়েবসাইট এর মাধ্যমে চেকিং করার পদ্ধতি : পরিবহন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট https://parivahan.gov.in এই লিংকে গিয়ে Online Services মেনু থেকে Know your Vehicle Details এই অপসন বেছে নিন। এবার আপনার গাড়ির রেজিস্ট্রেশন নম্বর (উদাহরণ : WB16AB 1234) জায়গামতো টাইপ করে দিন, স্ক্রিনে থাকা ভেরিফিকেশন কোডটি পাশের ইনপুট ফিল্ডে লিখে দিন, শেষে ক্লিক করুন “Check Status” অপশনে। খুব অল্প সময়ের মধ্যে উক্ত রেজিস্ট্রেশনের বিবরণ জেনে নিতে পারবেন।

মোবাইল অ্যাপের এর মাধ্যমে চেকিং করার পদ্ধতি : পরিবহন দপ্তরের একটি অফিসিয়াল অ্যাপ আছে যার নাম হলো mParivahan। আপনার মোবাইলে এই অ্যাপটি ইনস্টল করে নিন এর পর mParivahan অ্যাপটি খুলে বাঁদিকে মেনু থেকে “Get RC Information” অপসনে গিয়ে আপনার গাড়ীর রেজিস্ট্রেশন নম্বর (উদাহরণ : WB16AB 1234) লিখুন এবং সার্চ বাটনে ক্লিক করুন, শীঘ্রই আপনি রেজিস্ট্রেশন এর প্রাথমিক বিবরণ পেয়ে যাবেন।

আপনার নিজের গাড়ির নম্বর দিয়ে প্রথমে চেক করে দেখুন! সঠিক থাকলে এই পোস্ট শেয়ার করুন।

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments