Thursday, April 18, 2024

ডিজিটাল বাঙালি সম্পর্কে

আগে জানতাম ইন্টারনেট আর কম্পিউটার মানে দুনিয়া হাতের মুঠোয়। তারপর প্রযুক্তি, বিজ্ঞানের কল্যাণে অনেক দূর এগিয়েছে, এখন আমরা বলতেই পারি ইন্টারনেট আর স্মার্টফোন মানে দুনিয়া এখন আঙুলের ডগায়, একটি স্পর্শের দূরত্বে। ডিজিটাল বাঙালি এসেছে আপনার মধ্যে ডিজিটাল দক্ষতা বাড়াতে। ইন্টারনেট, কম্পিউটার, স্মার্টফোন, বিভিন্ন প্রকার ডিজিটাল গ্যাজেট ব্যবহার করে যেগুলি করা যেতে পারে সেগুলি সহজভাবে উপস্থাপিত করবে ডিজিটাল বাঙালি, শুধু তাই নয় সঙ্গে থাকছে বিভিন্ন সাইবার টক, রিভিউ, বিভিন্ন ট্রেন্ডস সম্পর্কে আলোচনা ইত্যাদি যা আপনাকে টেক-স্যাভি করে তুলবে। বলা যেতে পারে ডিজিটাল বাঙালি হলো বাঙালিদের আপগ্রেড করার একটি প্রয়াস। তাই ডিজিটাল বাঙালির সঙ্গে থাকুন আর নিজেকে আপডেট করুন। সমস্ত বাঙালিদের জন্য রইল বাংলা ভাষার ব্লগ – ডিজিটাল বাঙালি

সোশ্যাল মিডিয়াতে ডিজিটাল বাঙালির উপস্থিতি :-

ডিজিটাল বাঙালির সঙ্গে যুক্ত থাকতে ফেসবুক পেজে লাইক দেবেন, ফেসবুক গ্রুপে যুক্ত হবেন, টুইটারে ফলো করবেন লিংক নিচে দেওয়া হয়েছে

DigitalBangali

Welcome to Digital Bangali Website (www.digitalbangali.com) Earlier we all knew Internet & Computer means the whole world in your hand. Then, Technology evolved in the grace of Science, Now we can say Internet & Gadget means the whole world came in your fingertip, at a touching distance. Digital Bangali came here to make you Digital Savvy. Digital Bangali would simplify things you do using Internet, Computer, Smartphone and various digital gadgets, not only that Digital Bangali would also cover various Cyber Talks, Reviews , Trending Topics that will make you Tech Savvy. We can say that Digital Bangali is an initiative to update Bangalis. So stay in touch with Digital Bangali and update yourself.

আমরা কান পেতে আছি

ভালো লাগলে অনুপ্রেরণা দিন, মন্দ লাগলে বলুন কিভাবে ভালো করতে পারি, যেকোন প্রয়োজনে ডিজিটাল বাঙালির সঙ্গে কথা বলতে, পরামর্শ দিতে যোগাযোগ করুন পাশের লিংকে ক্লিক করে।