Saturday, April 20, 2024
HomeAadhaarআধার সেবা কেন্দ্র মালদা

আধার সেবা কেন্দ্র মালদা

কলকাতা আধার সেবা কেন্দ্র (সেক্টর V) এর পর পশ্চিমবঙ্গে দ্বিতীয় আধার সেবা কেন্দ্র চালু হয়েছে মালদাতে। মালদা জেলাশাসকের দপ্তরে DRDC বিল্ডিং এ চালু থাকা মালদা আধার সেবা কেন্দ্র থেকে পাবেন আধার সংক্রান্ত পরিষেবা। এই আধার সেবা কেন্দ্রগুলি UIDAI পরিচালিত এবং এগুলি থেকে ভালো পরিষেবা আশা করা যায়, নির্ধারিত টাকা ছাড়া কোনো অতিরিক্ত টাকা দিতে হয় না।

মালদা আধার সেবা কেন্দ্র সম্পর্কে কিছু কথা :-

  • প্রতিদিন প্রায় ২৫০ জনের আধার সম্পর্কিত কাজ করার ক্ষমতা রয়েছে।
  • যার কোনদিন আধার ছিলনা সে নতুন আধার করতে পারবেন।
  • যার আধার রয়েছে সেই আধারে কোন তথ্য পরিবর্তন করতে চাইলে সেটিও পারবেন।
  • সপ্তাহে সাত দিন খোলা থাকে (সরকারী ছুটি বাদে), সকাল ৯:৩০ থেকে সন্ধ্যে ৫:৩০ মিনিট পর্যন্ত।
  • এখানে কোন কাজ করাতে গেলে, আধারের ওয়েবসাইট থেকে আগাম অ্যাপোয়েন্টমেন্ট বুকিং করে নিতে হবে।
  • নতুন আধার করতে কোন খরচ লাগে না। (শিশু থেকে কৈশরে আসলে যে অত্যাবশ্যকীয় আধার আপডেট করতে হয় তার জন্যও কোনো খরচ লাগে না)। শুধুমাত্র আধারে কোন তথ্য আপডেট করার জন্য মাত্র 50 টাকা খরচ হয়।

মালদা আধার সেবা কেন্দ্রের ঠিকানা :-

Aadhaar Seva Kendra, Malda
Ground Floor, District Magistrate Office,
DRDC Building, Malda, West Bengal.

আধার কেন্দ্র মালদার গুগল ম্যাপ লোকেশন নিচে দেওয়া হলো

আধার সেবা কেন্দ্রে যাওয়ার জন্য কিভাবে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করবেন ?

আধার সেবা কেন্দ্রে যাওয়ার জন্য আপনাকে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে হবে। অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুকিং সম্পর্কে জানার জন্য নিচের লিংকে ক্লিক করুন।

#AadhaarSevaKendra, #MaldaASK

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments