Thursday, April 25, 2024
HomeAadhaarআধার অ্যাপয়েনমেন্ট বুকিং কিভাবে করবেন ?

আধার অ্যাপয়েনমেন্ট বুকিং কিভাবে করবেন ?

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) সমগ্র দেশ জুড়ে বিভিন্ন শহরে আধার সেবা কেন্দ্র চালু করছে, যেখান থেকে দেশবাসী আধারের পরিষেবা পাবে নতুন আধার বানানোই হোক, অথবা আধারে কিছু সংশোধন। সমগ্র দেশ জুড়ে ২৫টির বেশি এরকম আধার কেন্দ্র রয়েছে, এবং আরও নতুন আধার কেন্দ্র খোলা হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গেই UIDAI পরিচালিত দুটি আধার সেবা কেন্দ্র চালু রয়েছে, কলকাতা আধার সেবা কেন্দ্র এবং মালদা আধার সেবা কেন্দ্র। আধার সেবা কেন্দ্র থেকে পরিষেবা সহজে পেতে, আপনাকে আগে থেকে অনলাইনে অ্যাপয়েনমেন্ট করে নিতে হবে। অনলাইনে আধার অ্যাপয়েনমেন্ট কিভাবে করবেন, কি কি লাগবে ইত্যাদি নিয়েই এই পোস্ট আজকে আপনাদের জন্য।

আধার সেবা কেন্দ্র থেকে কি কি পরিষেবা পাওয়া যাবে ?

  • নতুন আধার করা
  • নাম পরিবর্তন
  • ঠিকানা পরিবর্তন
  • মোবাইল নাম্বার পরিবর্তন
  • ইমেল আইডি পরিবর্তন
  • জন্মতারিখ পরিবর্তন
  • লিঙ্গ (পুং/স্ত্রী/ট্রান্সজেন্ডার ইত্যাদি) পরিবর্তন
  • বায়ো মেট্রিক (ছবি/আঙুলের ছাপ/চোখের মনির ছবি) পরিবর্তন

আধার সেবা কেন্দ্র থেকেই কেন আধারের কাজ করবেন ?

  • এই আধার সেবা কেন্দ্র গুলি অফিসিয়াল, আধারের দায়িত্বে থাকা সংস্থা UIDAI দ্বারা পরিচালিত।
  • অনলাইনে অ্যাপয়েনমেন্ট করলে, আপনার জন্য নির্ধারিত সময়ে আপনি যাবেন, লাইনে দিতে হবে না, কাজ হবে সহজে।
  • শুধুমাত্র UIDAI নির্ধারিত ফি আপনার থেকে নেওয়া হবে, আপনি যদি কিছু আপডেট করতে চান সেক্ষেত্রে আপনার মাত্র ৫০টাকা খরচ হবে। আপনি অ্যাপয়েনমেন্ট বুকিং এর সময়েও অনলাইনে এই টাকা জমা করতে পারেন অথবা আধার সেবা কেন্দ্রে গিয়েও এই টাকা জমা করতে পারেন।
  • কোনো ব্যক্তিকেই কোনো অতিরিক্ত টাকা / উৎকোচ দিতে হবে না।
  • অভিজ্ঞ কর্মীরা এখানে কাজ করেন যে কারণে কাজের সফলতার হার বেশি।

অনলাইনে আধার অ্যাপয়েনমেন্ট বুকিং করতে কি কি লাগবে ?

আধারে কি কাজ করতে চাইছেন সেই ভিত্তিতে ডকুমেন্ট এর প্রয়োজন হয় যেমন ঠিকানা বদলাতে ঠিকানার প্রমান (Address Proof), জন্ম তারিখ বদলাতে জন্মতারিখের (Birth Proof) প্রমান প্রয়োজন হয় তবে কিছু কিছু ক্ষেত্রে যেমন ছবি, ফিঙ্গারপ্রিন্ট, ইমেল আইডি, মোবাইল নম্বর ইত্যাদি বদলাতে কোনো ডকুমেন্ট প্রয়োজন হয় না।

  • একটি মোবাইল ফোন সঙ্গে রাখতে হবে, ওটিপি আসবে। (আবশ্যক)
  • জন্মতারিখের প্রমান (DoB – Date of Birth)
  • সম্পর্কের প্রমান (PoR – Proof of Relation)
  • ঠিকানার প্রমান (PoA – Proof of Address)
  • পরিচয়ের প্রমান (PoI – Proof of Identity)

জন্মতারিখ, সম্পর্কের প্রমান, ঠিকানার প্রমান, পরিচয়ের প্রমান এর ক্ষেত্রে, কি কি ডকুমেন্ট প্রমান হিসাবে দেওয়া যাবে সেগুলি জানতে এই লিংকে ক্লিক করুন > আধারের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

অনলাইনে কিভাবে আধার অ্যাপয়েনমেন্ট নেবেন ?

আধার অ্যাপয়েনমেন্ট নেওয়ার জন্য আপনাকে যেতে হবে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে (http://uidai.gov.in)। এরপরে ‘My Aadhaar’ মেনু থেকে বেছে নিন ‘Book an Appointment’। এবারে আপনার পছন্দ মতো UIDAI পরিচালিত আধার সেবা কেন্দ্র বেছে নেবেন যেখানে আপনি আধারের কাজ করানোর জন্য যাবেন এবং ‘Proceed to Book Appointment’ অপশনে ক্লিক করবেন। অথবা সরাসরি নিচের লিংকে ক্লিক করুন।

এবারে রয়েছে তিনটি অপসন

  • New Aadhaar – নতুন আধার (যার কোনোদিন আধার ছিলোনা/হয়নি)
  • Aadhaar Update – আধার তথ্যের পরিবর্তন/সংশোধন (বায়োমেট্রিক আপডেট)
  • Manage Appointment – কোনো অ্যাপয়েনমেন্ট নেওয়া থাকলে সেটার ব্যবস্থাপনা

নতুন আধার এনরোলমেন্ট এর জন্য নিন্মলিখিত পদ্ধতি অনুসরণ করুন

  • নতুন আধার তৈরীর জন্য অ্যাপয়েনমেন্ট :- বেছে নিন New Aadhaar অপসন। আপনার মোবাইল নাম্বার দিয়ে, ক্যাপচা কোড লিখে ‘Generate OTP’ অপশনে ক্লিক করবেন। আপনার মোবাইলে ৬ সংখ্যার যে ওটিপি আসবে সেটি লিখে ‘Verify OTP’ অপশনে ক্লিক করবেন।
  • অ্যাপয়েনমেন্ট এর বিবরণ পূরণ :- অ্যাপয়েনমেন্টের বিবরণ বিভাগে আপনাকে নাগরিকের ধরণ (Resident) ভারতের বাসিন্দা / (Non-Resident of India) অনাবাসী ভারতীয় (NRI), আধারে কি নাম লেখা লেখা হবে সেটি লিখবেন, আবেদন যাচাইকরণ ধরণ এর ক্ষেত্রে (ডকুমেন্ট/নথি) অপসন বেছে নেবেন আর যদি আবেদনকারীর POI/POA/DOB অপসন কিছুই না থাকে তাহলে পরিবার প্রধান (HOF – Head of Family) অপসন বেছে নেবেন এবং ডকুমেন্ট হিসাবে POR বেছে নেবেন, এবারে যে আধার সেবা কেন্দ্রে যেতে চান সেখানকার রাজ্যের নাম, শহরের নাম, আর আধার সেবা কেন্দ্রের নাম বেছে নিতে হবে। এই ধাপ শেষ করতে ‘Next’ অপশনে যান।
  • ব্যক্তিগত বিবরণ পূরণ :- এই ক্ষেত্রে আপনাকে ব্যক্তিগত বিবরণ দিতে হবে। যেমন নাম, লিঙ্গ, মোবাইল নম্বর, ইমেল আইডি, ঠিকানা, জন্মতারিখ ইত্যাদি লিখতে হবে এবং POI/POA/DOB এর প্রমাণস্বরূপ প্রয়োজনীয় ডকুমেন্ট কি দেওয়া হচ্ছে সেটি উল্লেখ করে ‘Next’ অপশনে ক্লিক করবেন।
  • অ্যাপয়েনমেন্টের সময় তারিখ বাছাই :- ব্যক্তিগত বিবরণ পূরণ করার পর আপনাকে অ্যাপয়েনমেন্টের তারিখ আর সময় বেছে নিতে হবে। আপনি যেদিন আধার সেবা কেন্দ্রে যেতে পারবেন তার তারিখ আর সময় আছে নিতে হবে। দেখবেন ২০মিনিট করে টাইম স্লট রয়েছে, টাইম স্লট সাদা রং থাকলে সেগুলি ফাঁকা রয়েছে যা আপনি বুকিং করতে পারবেন আর লাল রং হয়ে থাকলে সেই টাইম স্লট বুকিং এর জন্য উপলদ্ধ নয়। তারিখ ও সময় বেছে নিয়ে পরের ধাপে যেতে ‘Next’ অপশনে ক্লিক করবেন।
  • অ্যাপয়েনমেন্টের বিবরণ মেলানো :- আগের ধাপগুলিতে এতক্ষন আপনি যা যা পূরণ করলেন সেগুলি এই ধাপে দেখাবে এবং আপনি ভালো করে মিলিয়ে নিয়ে Submit এ ক্লিক করবেন।
  • অনলাইনে অ্যাপয়েনমেন্টের টাকা জমা করা :- নতুন আধার এনরোলমেন্ট ফ্রীতে হয়! এর জন্য কোনো টাকা জমা করতে হয়না। তাই নতুন আধার তৈরির ক্ষেত্রে এই টাকা জমা স্টেপ এর কোনো দরকার নেই।
  • অ্যাপয়েনমেন্টে সম্পন্ন করে স্লিপ প্রিন্ট নেওয়া :- আগের সমস্ত ধাপ সফলভাবে পেরোলে সিস্টেম থেকে একটি অ্যাপয়েনমেন্টে স্লিপ তৈরী হয়ে যাবে এবং আপনি সেটি প্রিন্ট করে নেবেন।

আধার সংশোধন এর জন্য নিন্মলিখিত পদ্ধতি অনুসরণ করুন

  • আধার সংশোধন এর জন্য অ্যাপয়েনমেন্ট :- বেছে নিন Aadhaar Update অপসন। আপনার মোবাইল নাম্বার দিয়ে, ক্যাপচা কোড লিখে ‘Generate OTP’ অপশনে ক্লিক করবেন। আপনার মোবাইলে ৬ সংখ্যার যে ওটিপি আসবে সেটি লিখে ‘Verify OTP’ অপশনে ক্লিক করবেন।
  • অ্যাপয়েনমেন্ট এর বিবরণ পূরণ :- অ্যাপয়েনমেন্টের বিবরণ বিভাগে আপনাকে নাগরিকের ধরণ (Resident) ভারতের বাসিন্দা / (Non-Resident of India) অনাবাসী ভারতীয় (NRI), আধার নাম্বার, আধারে কি নাম লেখা আছে, আঞ্চলিক ভাষা (ইংরেজি/হিন্দি), আবেদন যাচাইকরণ ধরণ এর ক্ষেত্রে (ডকুমেন্ট/নথি)অপসন বেছে নেবেন আর যদি আবেদনকারীর POI/POA/DOB অপসন কিছুই না থাকে তাহলে পরিবার প্রধান (HOF – Head of Family) অপসন বেছে নেবেন এবং ডকুমেন্ট হিসাবে POR বেছে নেবেন, এবারে যে আধার সেবা কেন্দ্রে যেতে চান সেখানকার রাজ্যের নাম, শহরের নাম, আর আধার সেবা কেন্দ্রের নাম বেছে নিতে হবে। এই ধাপ শেষ করতে ‘Next’ অপশনে যান।
  • ব্যক্তিগত বিবরণ পূরণ :- এই ক্ষেত্রে আপনাকে ব্যক্তিগত বিবরণ দিতে হবে। আপনি যে তথ্য পরিবর্তন করতে চান যেমন নাম, লিঙ্গ, মোবাইল নম্বর, ইমেল আইডি, ঠিকানা, জন্মতারিখ, বায়োমেট্রিক (ছবি/আঙুলের ছাপ) সেটি বেছে নেবেন এবং প্রয়োজনীয় তথ্য পূরণ করে পরের ধাপে যেতে ‘Next’ অপশনে ক্লিক করবেন। একাধিক পরিবর্তনের জন্য একাধিক অপসন বেছে নিতে হবে এবং তার জন্য নির্দিষ্ট তথ্য ভরতে হবে।
    • নাম বদল করতে চাইলে নামের সঠিক বানান আর প্রযোজ্য নথি বেছে নিতে হবে (POI লাগে)
    • লিঙ্গ বদল করতে চাইলে রয়েছে তিনটে অপসন (Male/Female/Transgender) (প্রমান লাগে না)
    • মোবাইল নম্বর বদলাতে চাইলে নতুন মোবাইল নম্বর দিতে হবে অতিরিক্ত কোনো প্রমান লাগে না তবে যে মোবাইল বদলাতে চাইছেন তাতে OTP ভেরিফিকেশন করে নিতে হয়।
    • ইমেল আইডি বদলাতে চাইলে নতুন মোবাইল নম্বর (প্রমান লাগে না)
    • ঠিকানা বদলাতে চাইলে নতুন ঠিকানা লিখতে হবে আর প্রযোজ্য নথি বেছে নিতে হবে (POA লাগে)
    • জন্ম তারিখ বদলাতে চাইলে সঠিক জন্মতারিখ ও প্রযোজ্য নথি বেছে নিতে হবে (DOB লাগে)
    • বায়োমেট্রিক (ছবি/আঙুলের ছাপ/চোখের মনি) বাদল করতে চাইলে আধারে থাকা জন্ম তারিখ লিখতে হবে। (প্রমান লাগে না)
  • অ্যাপয়েনমেন্টের সময় তারিখ বাছাই :- ব্যক্তিগত বিবরণ পূরণ করার পর আপনাকে অ্যাপয়েনমেন্টের তারিখ আর সময় বেছে নিতে হবে। আপনি যেদিন আধার সেবা কেন্দ্রে যেতে পারবেন তার তারিখ আর সময় আছে নিতে হবে। দেখবেন ২০মিনিট করে টাইম স্লট রয়েছে, টাইম স্লট সাদা রং থাকলে সেগুলি ফাঁকা রয়েছে যা আপনি বুকিং করতে পারবেন আর লাল রং হয়ে থাকলে সেই টাইম স্লট বুকিং এর জন্য উপলদ্ধ নয়। তারিখ ও সময় বেছে নিয়ে পরের ধাপে যেতে ‘Next’ অপশনে ক্লিক করবেন।
  • অ্যাপয়েনমেন্টের বিবরণ মেলানো :- আগের ধাপগুলিতে এতক্ষন আপনি যা যা পূরণ করলেন সেগুলি এই ধাপে দেখাবে এবং আপনি ভালো করে মিলিয়ে নিয়ে Submit এ ক্লিক করবেন।
  • অনলাইনে অ্যাপয়েনমেন্টের টাকা জমা করা :- এবারে টাকা জমা করার পালা। অনলাইন অফলাইন দুভাবেই টাকা জমা করা যায়। অফলাইন অপসন বেছে নিলে আপনাকে আধার সেবা কেন্দ্রে গিয়ে টাকা জমা করতে হবে আর অনলাইন অপসন বেছে নিলে আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই মাধ্যমে টাকা জমা করতে পারবেন। অফলাইন না অনলাইন কোন মাধ্যমে পেমেন্ট করা যাবে সেটি আধার সেবা কেন্দ্র অনুযায়ী আলাদা হতে পারে। অনলাইন পেমেন্ট করলে পেমেন্ট স্লিপ প্রিন্ট করে নেবেন।
  • অ্যাপয়েনমেন্টে সম্পন্ন করে স্লিপ প্রিন্ট নেওয়া :- পেমেন্ট এর ধাপ সফলভাবে পেরোলে সিস্টেম থেকে একটি অ্যাপয়েনমেন্টে স্লিপ তৈরী হয়ে যাবে এবং আপনি সেটি প্রিন্ট করে নেবেন।

আধার সেবা কেন্দ্রে গিয়ে কি করবেন ?

আধার কেন্দ্রে যাওয়ার আগে মোবাইল ফোন, অ্যাপয়েন্টমেন্ট স্লিপ সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট অরিজিনাল গুছিয়ে রাখবেন এবং আধার সেবা কেন্দ্রে সেগুলি নিয়ে যাবেন। আর আধার সেবা কেন্দ্রে গিয়ে কি করতে হবে নিচে বলে দেওয়া হলো।

  1. আপনার কাছে থাকা অ্যাপয়েন্টমেন্ট স্লিপ দিয়ে টোকেন সংগ্রহ করুন।
  2. টোকেন এর ক্রম অনুযায়ী সময় এলে, ডকুমেন্ট ভেরিফাই করিয়ে নিতে হবে।
  3. এবারে টাকা জমা করতে হবে। আপনি যদি অনলাইনে পেমেন্ট করে থাকেন তাহলে আপনি সরাসরি পরের ধাপে চলে যাবেন।
  4. আপনাকে ECMP অপারেটর (আধার এনুমেরেটর) এর কাছে গিয়ে আপনার কাজ সম্পন্ন করতে হবে।
  5. আপনার কাজ সম্পন্ন হলে আধার অপারেটর আপনাকে একটি এনরোলমেন্ট স্লিপ প্রদান করবে। আপনার কাজ শেষ, এনরোলমেন্ট স্লিপ নিয়ে বাড়ি চলে আসবেন।

আধার কতৃপক্ষ আপনার আবেদন যাচাই করে দেখবে সবকিছু সঙ্গত থাকলে আপনার আবেদনের অনুরোধ মঞ্জুর হবে। আপনার কাজ সম্পন্ন হতে কিছু দিন থেকে কিছু মাস লাগতে পারে আর কাজ সম্পন্ন হলে আপনার ফোন নম্বরে SMS এর মাধ্যমে জানতে পারবেন।

ডিজিটাল বাঙালির লেখা আধার সম্পর্কিত অন্য পোস্টগুলি পড়তে নিচের লিংকে ক্লিক করুন

RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments